ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

একই রশিতে ঝুলছিল মা-মেয়ের লাশ, স্বামী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
একই রশিতে ঝুলছিল মা-মেয়ের লাশ, স্বামী আটক 

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- একই এলাকার মহররম আলীর স্ত্রী লাকী বেগম (৩৮) ও তার মেয়ে মরিয়ম (৭)।  

এ ঘটনায় লাকি বেগমের স্বামী ওই এলাকার আনসার আলীর ছেলে মহরম আলী (৪৫) -কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে লাকি বেগম ও মহরম আলীর বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তানেরও জন্ম হয়। বেশ কিছুদিন ধরে লাকির স্বামী পরকীয়ার বিষয় নিয়ে সন্দেহ করতেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও পারিবারিক কলহ লেগে থাকতো। এর আগে মহরম আলীর বিয়ে হয়েছিল, সেই সংসারেও তার একটি কন্যাসন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী মারা গেছেন।  

মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর মেয়েকে সেমাই-চিনি দিতে যান মহরম আলী। দুপুরে লাকি বেগম ও মরিয়মকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  

নিহত লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামাতা মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেয়েকে মেরে ফেলার কথা বলে। মেয়েকে তার স্বামী মহরম আলী হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।