ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া সোনাদহ বিলে মাছ ধরতে গিয়ে মারা গেছেন আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধ।
বুধবার (১৯ মার্চ) সকালে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল লতিফ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার ভোরে আব্দুল লতিফ বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান। মাছ ধরে সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে বিলে তার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কীভাবে আব্দুল লতিফের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর বলা যাবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসআই