ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাচারের শিকার ১৯ শিশুসহ ২১ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

ডিস্ট্রিক্ট ও বেনাপোল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, মার্চ ১৯, ২০২৫
পাচারের শিকার ১৯ শিশুসহ ২১ বাংলাদেশিকে ফেরত দিল ভারত ফেরত আসা শিশু ও তরুণ-তরুণী

যশোর: বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হওয়া ২১ জন বাংলাদেশি শিশু ও তরুণকে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব বাংলাদেশিকে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ৯জন মেয়ে, ১০ জন ছেলে শিশু এবং একজন তরুণ ও একজন তরুণী রয়েছেন।

তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, নাটোর, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজবাড়ি, গোপালগঞ্জ কক্সবাজার, কিশোরগঞ্জ এবং ঢাকা জেলায়।

এদের মধ্যে তরুণীর কোলে ছিল তার এক বছর তিন মাস বয়সী সন্তান।

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের তথ্যানুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বাংলানিউজকে বলেছেন, যারা ফিরে এসেছে তাদের মধ্যে ১৯ জনই শিশু। বাকি দুইজনের মধ্যে একজন তরুণ ও একজন তরুণী। তাদের অনেকের পরিবারের সদস্যরা খবর পেয়ে বেনাপোলে এসেছেন। তাদের হাতে সন্তানদের তুলে দেওয়া হবে।

যাদের পরিবার আসেনি তাদের আপাতত রাইটস যশোরের শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এসব বাংলাদেশি ভারতে পাচারের সময় এবং পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা পুলিশের হাতে আটক হয়। পরে তাদের আদালতের মাধ্যমে ধ্রুব আশ্রম, সুকন্যা, লিলুয়া, কৃষ্ণনগর বয়েজ ও গার্লস, সিনি আরবান ইউনিট, কিশোলয়, করিমপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, জলপাইগুড়ি গার্লস হোমে রাখা হয়েছিল।

পরে তাদের জাতীয়তা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশি দূতাবাসের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।