ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাত, একজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মার্চ ১৯, ২০২৫
আশুগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাত, একজনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভেজাল ডিএপি (DAP) সার তৈরির অভিযোগে বিএনপি নেতার মালিকানাধীন গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় গুদামে অনেক নষ্ট সার পড়ে থাকতে দেখা যায়।

বুধবার (১৯ মার্চ) বিকেলে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়ের মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও সৈকত ভট্টাচার্য।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহকারী উপপরিচালক সারমিন জুঁই, আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. হাসিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ জানান, কামাল হোসেন জয় ভেজাল ডিএপি (DAP) সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অফিসের কর্মকর্তাগণের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে আপাতত ভেজাল ডিএপি (DAP) সার তৈরির কোনো আলামত পাওয়া যায়নি।

তবে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে এক সপ্তাহের মধ্যে সারের কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এছাড়া সারের মান ঠিক আছে কিনা পরীক্ষার জন্য গুদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে অভিযান পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, গুদামে ছাই ও গোবরের স্তূপ এবং বিভিন্ন বিদেশি কোম্পানির ইউরিয়া নষ্ট সারের বস্তা এলোমেলোভাবে পড়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।