ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঈদে ছুটি হতে পারে ৯ দিন, জানা যাবে বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১২, মার্চ ২০, ২০২৫
ঈদে ছুটি হতে পারে ৯ দিন, জানা যাবে বৃহস্পতিবার

ঢাকা: পবিত্র ঈদ-উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিন ছুটি ভোগ করতে পারেন। আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে এই ছুটি পাবেন তারা।

সেজন্য অপেক্ষা করতে হবে। কারণ, ৩ এপ্রিলের ছুটির প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বৃহস্পতিবার।

চলতি বছরে দুই ঈদে পাঁচ দিন করে ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে পরে পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল ফিতর হতে পারে ৩১ মার্চ। সে হিসেবে ২৯ মার্চ থেকে ছুটি শুরু হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর শবে কদরের ছুটি। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ মার্চ থেকে ২ এপ্রিল ঈদের ছুটির পর ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি। এই ৩ এপ্রিল ছুটি পেলে টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।  

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৩ এপ্রিল ছুটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেলে টানা নয় দিন ছুটি মিলবে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ২০,২০২৫
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।