সিলেট: সমালোচনার মুখে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের এসপি খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়।
এ এসপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।
সিলেট রিজিয়ন সূত্র জানায়, বদলিকৃত এসপির বিরুদ্ধে অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশ্রাব্য গালাগালসহ হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ব্যতিরেকে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এনইউ/জেএইচ