ফরিদপুরে মাদক মামলার মিলন মোল্যা (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ সদস্যরা।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের চাঁদপুর এলাকা থেকে ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মিলন মোল্যা জেলা সদরের চতর খাড়াপাড়া এলাকার মৃত আ. মালেক মোল্যার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শামীম হাসান সরদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরে সদরের চাঁদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদপুরের কোতোয়ালি থানার জিআর নম্বর- ৩৬৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসআরএস