ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

বিকল হওয়া ট্রলার থেকে ৮ জেলে উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
বিকল হওয়া ট্রলার থেকে ৮ জেলে উদ্ধার 

কক্সবাজার: বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার বিকল হয়ে সাগরে ছয় দিন ধরে ভাসতে থাকা আট জেলেসহ ট্রলারটি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।  

 শনিবার (২২ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত ১৬ মার্চ রোববার এম ভি মালেক শাহ নামে একটি ফিশিং ট্রলার চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। ওইদিন রাত ৯টা থেকে ট্রলারের ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা কোস্টগার্ডের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর সাগরে টহলরত জাহাজ বিসিজিএস তানভীর ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে মধ্যরাতে আট জেলেসহ বিকল হওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।  

পাশাপাশি, ট্রলার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রলারসহ জেলেদের তাদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান সিয়াম-উল-হক।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫ 
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।