সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরে গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়াছিন পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
আব্দুল কাদের, ফারুক হোসেনসহ স্থানীয়রা জানান, দুদিন আগে ইটভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসেন। তালাক দেওয়া প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রোববার (২৩ মার্চ) তাকে বর্তমান স্ত্রী ও শ্যালক মারধর করেন। এক পর্যায়ে রাতে বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করেন। এ সময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া দিলে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। এক পর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরবি