ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

‘ঈদের ৯ দিনের ছুটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
‘ঈদের ৯ দিনের ছুটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে’

ঢাকা: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।  

তিনি বলেন, ঈদের নয় দিনের ছুটিতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য সরকার সতর্ক থাকবে এবং সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সোমবার ( ২৪ মার্চ )বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্র পথে বাংলাদেশ হতে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।  

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

সামনে ঈদের ৯ দিনের একটা বড় ছুটি এ সময়ের নিরাপত্তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। আমাদের লিস্ট করা আছে প্রতি রাতে দুজন করে অফিসার ঢাকা শহরে পেট্রোলিং কতটা হচ্ছে না হচ্ছে, সেটা দেখতে সরাসরি তারা যাচ্ছে সারা রাত। আমরা অ্যালার্ট সতর্ক হয়েছি।

ঈদের সময় ৯ দিনের ছুটির বিষয়ে আবারো প্রশ্ন করা হলে সিনিয়র সচিব বলেন, এ সময় বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় এর সবগুলোই নেওয়া হবে। আমরা সতর্ক থাকবো যাতে কিছু না হয়। নরমাল সবকিছু যেরকম থাকে সেরকমই আছে।

পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সেই জায়গায় দেশের নিরাপত্তা সেভাবে দিতে পারছে না, ইমারজেন্সির কথা কেউ কেউ বলছে, সেনাবাহিনী পুরোটাই দেখবে বলে আলোচনা আছে এমন এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব বলেন, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।