ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
দর্শনা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ আফসার আলী (২৮) নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। যার দাম পৌনে চার কোটি টাকার বেশি।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে, বিকেল ৪টায় সুলতানপুর সীমান্ত থেকে স্বর্ণের এ চালান জব্দ করা হয়।

আটক আফসার আলী দর্শনা ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের কাছে অবস্থান করে। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে দেহ তল্লালিশ করা হয়। এসময় তার কোমরে থাকা একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে তিন কেজি ছয় গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা পাওয়া যায়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-তিন কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।