ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুর ২টায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুর ২টায়

ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রোববার(৩০ মার্চ) দুপুর ২ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে গত ২৬ মার্চ (বুধবার) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে তিনি দেশে ফেরেন।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।