ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। সরকারি ছুটির দিনটা একটু ভিন্ন আমেজে কাটাতে নগরবাসী বেছে নিয়েছে বিভিন্ন বিনোদন কেন্দ্র।
মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিমান বাহিনী জাদুঘর, নভো থিয়েটার, জিয়া উদ্যান, সংসদ ভবন এলাকায় মানুষের ঢল দেখা গেছে।
রাজধানী এসব এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বেড়িয়েছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এদের অধিকাংশই মেট্রোতে চড়ে বিনোদন কেন্দ্র ঘুরতে এসেছেন।
উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে পরিবার নিয়ে মেট্রোরেলে চড়ে বিমান জাদুঘরে ঘুরতে এসেছেন হাসান মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, ছুটির দিনে বাড়তি ভাড়ার কারণে কখনও বিমান জাদুঘর আসিনি। কিন্তু গত দুই বছর যাবৎ মেট্রোরেল সুবিধায় ৩০ মিনিটে নির্ধারিত ভাড়ায় চলে আসলাম এবং আশা করছি জিয়া উদ্যান ঘুরে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবো। যদিও প্রবেশের জন্য দীর্ঘ লাইন থাকলে যাতায়াতে সময় তো অনেক বাঁচবে বলেও তিনি উল্লেখ করেন।
ছুটির দিনে মতিঝিল থেকে পরিবার নিয়ে বিজয় সরণি এলাকায় ঘুরতে এসেছেন ইব্রাহিম হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, পরিবার নিয়ে ২০ মিনিটে মেট্রোরেলে চড়ে চলে এলাম এখানে। আগে মতিঝিল থেকে এদিকে ঘুরতে আসার চিন্তাও করিনি।
এই প্রথম মেট্রোরেলে চড়ে বাবার সঙ্গে বিমানে উঠে দারুণ আনন্দ লেগেছে বলে জানালো বিমান জাদুঘরে ঘুরতে আসা শিশু ইমতিয়াজ। তার মতে, বাবা এখন থেকে প্রতি বছরই আমাদের এখানে ঘুরতে নিয়ে আসবে।
চৈত্রের গরমের মধ্যে মেট্রোতে এসে ভালই লাগছে। এসির মধ্যে বাচ্চাদের আসতে কোন কষ্ট হয়নি বলে জানালেন মিরপুর ৭ নং সেকশন থেকে ঘুরতে মো: রিপন।
তিনি বলেন, গরমের মধ্যে পরিবার নিয়ে এসে ভালই লাগছে। দীর্ঘ দিন পর হলেও পুরো রমজান মাসটা নিত্যপণ্যের দাম সহনীয় থাকায় আয় থেকে কিছুটা সঞ্চয় করে পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে বেড় হতে পেরেছি বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এসএমএকে/এমএম