ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু আবিদার (৬) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ বলেন, গতরাতে খুবই ক্রিটিক্যাল অবস্থায় পেয়েছিলাম শিশুটিকে।
ডা. শিশির বলেন, গুলিটি শিশুর পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। তার কিডনি, লিভার, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো রিপিয়ারিং করা হয়েছে। এখনও শিশুটির বিষয়ে কিছু বলা সম্ভব না। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ির উঠানে খেলার সময় গুলিবিদ্ধ হয় আবিদা। রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন স্বজনরা।
গুলিবিদ্ধ আবিদার মা আমেনা বেগম জানান, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় তাদের বাড়ি। বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিদা আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা করছিল আবিদা। এ সময় গুলিবিদ্ধ হয় সে। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত শিশুর মা আরও অভিযোগ করে বলেন, কেউ কেউ প্রচার করছে দুই গ্রুপের সংঘর্ষে আমার সন্তান আবিদা গুলিবিদ্ধ হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। সন্ত্রাসী অহিদ আমার শিশুকে পিছন দিক দিয়ে লক্ষ্য করে গুলি করে পূর্ব শত্রুতা জের ধরে।
২০১৭ সালের শিশু আবিদার চাচা ইউসুফকে হত্যা করে অহিদ। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল ইউসুফ আর অহিদ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাই পুলিশ অহিদের বিরুদ্ধে মামলাও নেয়নি।
গত ২৯ রমজানে বিএনপির পক্ষ থেকে লোকজন বাসায় গিয়ে নিহত ইউসুফের পরিবারকে সহযোগিতা করে। অহিদ সেটা সহ্য করতে পারেনি। লুকিয়ে থাকলেও হঠাৎ হঠাৎ বাসায় এসে অহিদ আমাদের হুমকি দেয় এবং ফাঁকা গুলি করে। অহিদ দূর সম্পর্কে আমাদের আত্মীয়। একই বাড়িতে আমরা থাকি। অহিদ যখনই লুকিয়ে বাড়িতে প্রবেশ করে আমরা সবাই আশপাশের লোকজনসহ দরজা জানালা বন্ধ করে বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে বসে থাকি তার ভয়ে।
ঘটনার সময় অহিদের সন্তান জেরিনের সঙ্গে আবিদা খেলা করছিল, তখন অহিদ পিছন দিক থেকে আমার মেয়েকে গুলি করে, সেটা আমি নিজে দেখেছি ঘরের জানালা দিয়ে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এজেডএস/এএটি