মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগর গাছ চুরির একটি প্রতিবেদন বাংলানিউজে প্রকাশ করা হলে বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. শফিকুর রহমান নামে এক বন প্রহরীকে সাসপেন্ড করে বন বিভাগ।
বুধবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, বিশালাকৃতির আগর গাছের ওপরে উঠে হাত করাত দিয়ে গাছের মাথা কেটে নিয়ে যাওয়া ও ডরমিটরি এলাকা থেকে আরেকটি আগর চুরির ঘটনা বাংলানিউজে প্রকাশ করা হলে আমাদের নজরে আসে। তদন্ত শেষে মো. শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে (বোটম্যান) সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে সম্প্রতি আগর গাছ চুরির ঘটনা ঘটেছে। প্রধান ফটকের পর লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির মাঠের পাশ থেকে এবং লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরি এলাকা থেকে আরও ২টি আগর গাছর চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে চলতি বছরের ২৯ মার্চ বাংলানিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্তে নেমেছিল বন বিভাগ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
বিবিবি/এএটি