ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে খোলা মাঠে শায়খ আহমাদুল্লাহর ঈদ জামাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
রাজধানীতে খোলা মাঠে শায়খ আহমাদুল্লাহর ঈদ জামাত

ঢাকা: রাজধানীর বাড্ডার সাঁতারকুলে আস সুন্নাহ’র মাদরাসা কমপ্লেক্সের খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন শায়খ আহমাদুল্লাহ। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন তিনি।

আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে দশ হাজারের অধিক মুসল্লি ঈদের এই জামাতে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

এই ঈদ জামাতে ছিল বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা। খেজুর, পায়েস ও কফি দিয়ে আপ্যায়ন করা হয় মুসল্লিদের। ঈদগাহকে শিশুবান্ধব করার জন্য শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ছিল মেডিক্যাল ক্যাম্প। এ ছাড়া আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে পরিবহন ব্যবস্থাও ছিল।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শায়েখ আহমাদুল্লাহ। এ সময় তিনি বলেন, মুলত উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ। আর মাঠে আদায় করলে ঈদের আনন্দটা পূর্ণতা পায়। আস সুন্নাহ ফাউন্ডেশনের ঈদের আনন্দকে শিশুবান্ধব করার জন্য প্রয়াস চালিয়েছি। ট্রেন, জাম্পিংসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছি।

দেশ নিয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, আজকের দিনটাতে যেরকম উৎসবমুখর আনন্দিত আছি, আল্লাহ আমাদের এরকম সারা বছর আনন্দিত রাখুন। এই দেশটাকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। বিশেষভাবে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করি, যারা অসহায় আছে। ঈদের আনন্দের জায়গায় তারা এখন শোকে ম্যুহমান।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।