ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চৈত্রের গরমে খুলনায় স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
চৈত্রের গরমে খুলনায় স্বস্তির বৃষ্টি

খুলনা: টানা তীব্র গরমের পর বৃষ্টিতে খুলনায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।  

শনিবার(৫এপ্রিল) সন্ধ্যায় ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে।

 

সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটের দিকে শুরু হওয়া বৃষ্টি চলে সাড়ে সাতটা পর্যন্ত। এ সময় বৃষ্টির সাথে ছিল মেঘের গর্জন ও ঝড়ো বাতাস ।  

বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কিছুটা কমে এসেছে। কিছু কিছু এলাকার রাস্তায় পানি জমতে দেখা গেছে।

কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ায় আম ও তরমুজ চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। আগামীকাল রোববার সরেজমিন পরিদর্শন করলে ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।