ঢাকা, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
স্থানীয় সরকার সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত ফাইল ফটো

ঢাকা: জনপ্রশাসনে তিনজন সচিব পদে রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তার দপ্তর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে গত ৩০ ডিসেম্বর নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। বিভাগে যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ ওঠে।

অন্যদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

এদিকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে গেছেন হামিদুর রহমান খান। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ মো. হামিদুর রহমান খানকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ৬,২০২৫
জিসিজি/জেএইচট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।