ঢাকা, বুধবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৯ এপ্রিল ২০২৫, ১০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জীবন থাকতে আ. লীগের প্রশ্নে আপস নয়: ইনকিলাব মঞ্চের মুখপাত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
জীবন থাকতে আ. লীগের প্রশ্নে আপস নয়: ইনকিলাব মঞ্চের মুখপাত্র

ফেনী: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, আওয়ামী লীগের প্রশ্নে জীবন থাকতে আপস-মীমাংসা হবে না। পাঁয়তারা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফেরানোর।

বিএনপি, জামায়াত, এনসিপি আপস করলেও জুলাই যোদ্ধারা কোনো আপস করবে না। জীবন থাকতে আপস-মীমাংসা হবে না।

রোববার (৬ এপ্রিল) রাতে ফেনীর মহিপালে পথসভা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, এ ফেনীর মহিপালেই ঝরেছে তাজা প্রাণ, হয়েছে গণহত্যা। কিন্তু সেই স্মৃতি ধরে রাখতে এ জনপদে তেমন কিছুই হয়নি।  

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এ জনপদে ব্যবসা করে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এখনো বহাল তবিয়তে আছে, এদের প্রতিহত করা দরকার।

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে শহীদী সমাবেশের প্রচারণায় এসে তিনি এসব কথা বলেন।  

এ সময় সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।