ঢাকা, শুক্রবার, ২৮ চৈত্র ১৪৩১, ১১ এপ্রিল ২০২৫, ১২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা: প্রতিবাদে হবিগঞ্জে আইনজীবীদের কর্মবিরতি   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা: প্রতিবাদে হবিগঞ্জে আইনজীবীদের কর্মবিরতি
  

হবিগঞ্জ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং এ হামলা-আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভ-সমাবেশ ও আইনজীবীরা কর্মবিরতি পালন করেছেন।
 
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।


 
এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন।
 
এদিকে হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যরা বেলা ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ এবং পরে সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা।
 
আন্দোলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিদের পক্ষে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত।
 
এদিকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গাজায় গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।