ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে ধানের আড়ালে গাঁজা চাষ, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
জামালপুরে ধানের আড়ালে গাঁজা চাষ, যুবক আটক জব্দ গাঁজা গাছ

জামালপুর সদর উপজেলায় নরুন্দি ইউনিয়নে ধানক্ষেতের আড়াল থেকে তিনটি গাঁজা গাছসহ মো. আকাশ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিজ বাড়ির পেছনের ধানক্ষেত থেকে গাছগুলো জব্দ করা হয়।

 

আটক আকাশ ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।  

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে নয়াপাড়া গ্রামের নিজ বাড়ির পেছনে ধানক্ষেতের আড়াল থেকে তিনটি গাঁজা গাছ জব্দসহ আকাশকে আটক করা হয়।   

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আকাশ। নিয়মিত মাদক মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।