ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সুরুজ হত্যা মামলায় ২ ভাগনে-বোন মাদারীপুরে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
সুরুজ হত্যা মামলায় ২ ভাগনে-বোন মাদারীপুরে গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীর চাঞ্চল্যকর সুরুজ হত্যা মামলায় দুই ভাগনে ও বড় বোনকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সোমবার (১৪ এপ্রিল) র‍্যাব-৫ ও র‍্যাব-৮ এর একটি যৌথ অভিযানিক দল তাদের মাদারীপুর থেকে গ্রেপ্তার করে।

পরে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহী আনা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত সুরুজের ছোট ভাগনে ও এই হত্যা মামলার মূল আসামি হীরা (৪০), বড় ভাগনে আশরাফ আলী (৪২) এবং বড় বোন জাহানারা বেগম (৬০)।  
হীরা ও আশরাফর বাবার নাম মৃত আনিছুর রহমান। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিজেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১১ এপ্রিল রাজশাহী মহানগরীর সিটি বাইপাস এলাকায় সুরুজকে মারধর করা হয়। ছোট ভাগনে হীরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের নেওয়ার পর তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে নিহত সুরুজের ছেলে বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। থানায় হত্যা মামলা দায়ের পর থেকে এক নম্বর আসামি হীরাসহ অন্যরা পলাতক ছিলেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় র‍্যাবের একটি যৌথ দল মাদারীপুর থেকে তাদের গ্রেপ্তার করে।

রাজশাহীতে আনার পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।