ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর দম্পতিকে খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
হবিগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর দম্পতিকে খুঁজছে পুলিশ ইব্রাহীম ও মুক্তা

হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বানানোর অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে আইনজীবী সেলিম আহমেদ এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের ইব্রাহিম মিয়া ও তার স্ত্রী মুক্তা আক্তার। স্থানীয় জনতার রোষানলে পড়ে তারা গা ঢাকা দিয়েছেন।

সম্প্রতি ওই দম্পতি ‘ইএম টিভি’ নামক ফেসবুক পেজে একটি কমেডি ভিডিও তৈরি করেন। এতে পবিত্র কোরআনের প্রথম সূরা ‘আল ফাতিহার’ দুইটি লাইন (মালিকি ইয়াওমিদ্দিন ও ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন) ব্যাঙ করে উচ্চারণ করেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন ক্ষোভ প্রকাশ করে তাদের গ্রেপ্তারের দাবি জানান। সর্বস্তরের ইসলাম ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় ইব্রাহিম ও মুক্তা তাদের বসতঘর তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছেন।

আদালতের পেশকার তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অস্থিরতা তৈরির অভিযোগে ওই আইনজীবী সামাজিক দায়বদ্ধতা থেকে মামলা দায়ের করেছেন। বিচারক তা গ্রহণ করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর এর নির্দেশ দেন।

প্রসঙ্গত, এর আগেও মুক্তা ইব্রাহিমের একাধিক আপত্তিকর ভিডিও নেটিজেনদের ক্ষুব্ধ করেছে। এবার অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে তারা ফেসবুক পেজে লাইভে ক্ষমা চেয়ে ভিডিওটি মুছে দিয়েছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।