ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনফ্রেলের বৈঠক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনফ্রেলের বৈঠক 

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল)।  

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে উপস্থিত ছিলেন।  

আনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিৎজা রোসেলসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির কনসালটেন্ট মে বতুই, থারিন্ডু অভয়রত্ন, আয়ান রহমান খান এবং আফসানা এমি।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক আলী রীয়াজ জানান, সংস্কার সংক্রান্ত পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানার জন্য সুপারিশমালা স্প্রেডশিট আকারে ইতোমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে কমিশন ১১টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে।  

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে৷ যা বাংলাদেশে দীর্ঘমেয়াদে সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা পালন করবে৷

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসকে/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।