রাজশাহী: হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে গেছেন মাদক মামলার এক আসামি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহীর আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) আদালত-২ থেকে হাজিরা দিয়ে কোর্ট হাজতখানায় নিয়ে যাওয়ার সময় মাদক মামলার ওই আসামি পুলিশ হেফাজত থেকে পালয়ে যান। এরপর বিকেলে এ ঘটনাটি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওই পলাতক আসামির হলেন, মো. আরিফ (৩২)। তিনি মহাগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ মাদক মামলার আসামি আরিফ হাজিরা দেন। হাজিরা শেষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানার উদ্দেশে নিয়ে রওনা হন। আসার সময় পুলিশ হেফাজত থেকে আরিফ পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় কারও দায়িত্ব অবহেলা আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসএস/জেএইচ