ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

আ.লীগের কার্যক্রমের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আ.লীগের কার্যক্রমের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মো.জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নত করা যায়।  

পরিদর্শনকালে তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার জায়গা গুলো কেমন এগুলো দেখার জন্যই মূলত আমরা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।  

তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমান পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নিবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দিন আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।  

গতকাল আ.লীগের মিছিল হয়েছে। একটা অভিযোগ আসছে আ.লীগ বা তাদের দোসর যারা তারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এই বিষয়ে পুলিশ সদস্যদের  নিষ্ক্রিয়তার বিষয়টি সামনে আসছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সম: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।