ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বহুল সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) ‘রেড নোটিশ’ জারি করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য দেন।
যদিও প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীরের ছবি বা তথ্য সংক্রান্ত কোনো রেড নোটিশ (মোস্ট ওয়ান্টেড তালিকায়) খুঁজে পায়নি বাংলানিউজ।
গত ১৯ এপ্রিল জানা যায়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)
পুলিশ সূত্র বলছে, বেনজীরের পর শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোলে পর্যালোচনাধীন।
আওয়ামী লীগের শাসনামলেই বেনজীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত চলাকালে গত বছরের ৪ মে দেশ ছেড়ে যান বেনজীর।
তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশপ্রধান ছিলেন। এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। এসব পদে দায়িত্ব পালনকালে বিচারবহির্ভূত হত্যা ও গুমেও জড়িত থাকার অভিযোগ ওঠে বেনজীরের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এজেডএস/এইচএ/