ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরায় ঢাবির বাসে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, এপ্রিল ২৯, ২০২৫
উত্তরায় ঢাবির বাসে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলা সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসচালকসহ কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহমেদ আলী এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাবির বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী ও আসামিদের সংখ্যা সম্পর্কে তিনি জানান, কতজনকে আসামি করা হয়েছে, নাম উল্লেখ আছে কিনা বা বাদী কে—সেটি এখন যাচাই করে বলা যাবে।

এডিসি আহমেদ আলী আরও বলেন, মামলার আইনি প্রক্রিয়া চলছে। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে গত এদিন দুপুরে আজমপুরে হামলার এ ঘটনা ঘটে। এতে বাসচালকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।

এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।