ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাশিয়া ও সৌদি আরব থেকে ৪৫২ কোটি টাকায় কেনা হবে ৭০ হাজার টন সার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, এপ্রিল ৩০, ২০২৫
রাশিয়া ও সৌদি আরব থেকে ৪৫২ কোটি টাকায় কেনা হবে ৭০ হাজার টন সার ফাইল ছবি

ঢাকা: রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন সার সার কিনবে সরকার। এরমধ্যে সৌদিআরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার ও রাশিয়া থেকে ৩০ হাজার মোট্রিক টন এমওপি সার রয়েছে।

এতে মোট ব্যয় হবে ৪৫২ কোটি এক লাখ টাকা।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কিমিটির বৈঠকে এই তিন প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৫ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সৌদি আরবের মা আদেন থেকে এই সার কিনতে ব্যয় হবে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৮৪.০০ মার্কিন ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার মোট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  

রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) এর কাছ থেকে এই সার কিনতে ব্যয় হবে ১১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৩.০০ মার্কিন ডলার।

জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।