ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না: আসিফ নজরুল 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, মে ৬, ২০২৫
বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না: আসিফ নজরুল  আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

ঢাকা: যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।  

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা সরকারি সিদ্ধান্ত না। কমিশনের প্রস্তাব নিয়ে কিছু ক্ষেত্রে বিদ্বেষমূলকভাবে মত প্রকাশ করা হয়েছে।  

তিনি বলেন, যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না। ভিন্নমত জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন শালীনতার পরিচয় দেয়।

গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারীবিষয়ক সংস্কার কমিশন। এরপর নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলসহ নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পাশাপাশি নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।