ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য জোর হচ্ছে ছাত্রদল। সাম্য হত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রক্টর ও ভিসির পদত্যাগের দাবি জানাবেন তারা।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্য-টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য ছাত্রদল নেতা কর্মীদের জড়ো হতে দেখা যায়।
এ সময় তারা স্লোগান দেয়: আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আমার ভাই মরল কেনো?প্রশাসন জবাব চাই, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক অ্যাকশন।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। শাহরিয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
এমএমআই/এমএম