ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডিমলায় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ডিসেম্বর ২৬, ২০১৫
ডিমলায় নারীর মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই গ্রামের বুড়ি তিস্তা নদীর খোকশার ঘাট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান বিষযটি বাংলানিউজকে জানান, সকালে ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।   এসময় মরদেহের আশপাশে তার স্যান্ডেল, ওড়না ও টুপি পাওয়া যায়।

এদিকে, স্থানীয়দের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।