ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীর মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের পুরাতন জিমখানার বস্তিবাসী।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাস্তুহারা সমাজ কল্যাণ সমিতির (সেবা সংঘ) ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এসময় তারা পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, জিমখানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পার্ক নির্মাণ করলে বস্তিবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে বসবাসকারী সাড়ে তিনশো বাস্তুহারা পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে।

পুনর্বাসনের ব্যবস্থা না করেই পার্ক নির্মাণে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হলে তারা কঠোর আন্দোলনে নামবেন বলে মানববন্ধনে জানানো হয়।

এতে আরও বক্তব্য রাখেন, পুরাতন জিমখানা বাস্তুহারা সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য কোরবান আলী কানু, সাবিনা আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে নগরীর বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করে বস্তিবাসী।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।