ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সমকালের ব্যুরোপ্রধানসহ তিনজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাজশাহীতে সমকালের ব্যুরোপ্রধানসহ তিনজন আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গভীররাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে দুই সংবাদ কর্মী ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, দৈনিক সমকাল ও এটিএন নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব তার ক্যামেরাম্যান রবিউল ইসলাম  ও ভাগ্নে তারিকুজ্জামান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ভোররাতে কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।