ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী প্রেসক্লাবে রফিক সভাপতি, শেখ ফরিদ সাধারণ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ফেনী প্রেসক্লাবে রফিক সভাপতি, শেখ ফরিদ সাধারণ সম্পাদক

ফেনী প্রেসক্লাব ২০১৭ সালের নির্বাচনে রফিকুল ইসলাম (বাংলা ভিশন/বাংলা ট্রিবিউন) সভাপতি ও শেখ ফরিদ উদ্দিন আক্তার (দেশটিভি/মানবকন্ঠ) সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

ফেনী: ফেনী প্রেসক্লাব ২০১৭ সালের নির্বাচনে রফিকুল ইসলাম (বাংলা ভিশন/বাংলা ট্রিবিউন) সভাপতি ও শেখ ফরিদ উদ্দিন আক্তার (দেশটিভি/মানবকন্ঠ) সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) নির্বাচন শেষে শহরের একটি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষাণা করা হয়।

 

এছাড়া কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি আজাদ মালদার (আরটিভি/যায়যায়দিন), দিলদার হোসেন স্বপন (চ্যানেল-২৪/ইত্তেফাক). মো. তমিজ উদ্দীন (দৈনিক আমাদের ফেনী), সহ সাধারণ সম্পাদক জহিরুল হক মিলু (৭১ টিভি), এমএ সাঈদ খান (সাপ্তাহিক উদয়), এন.এন. জীবন (সাপ্তাহিক স্বদেশপত্র, শমসের নগর), কোষাধ্যক্ষ শেখ ফরিদ রতন (ফেনীর শক্তি),  সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক জাফর সেলিম (সাপ্তাহিক নির্ভিক), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল/জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), ক্রীড়া সম্পাদক রাজন দেবনাথ (বৈশাখী টিভি), প্রচার সম্পাদক, জাবেদ হোসেন মামুন (সাপ্তাহিক বৈকালী), সমাজ কল্যাণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী (দৈনিক আমাদের ফেনী)।

নির্বাহী সদস্য শাহজালাল রতন (দৈনিক সমকাল), আবুল কাশেম চৌধুরী (বাসস), খলিলুর রহমান (স্বদেশ কন্ঠ), জামাল উদ্দিন ছুট্টু (বৈকালী), মো. শাহ আলম ভূঞা (দৈনিক দুর্বার), জাহাঙ্গীর জনস (সাপ্তাহিক নবীন বাংলা), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়া পয়গাম), জোবায়ের আহমেদ (সাপ্তাহিক ফেনীর রবি), সিদ্দিক আল মামুন (এশিয়ান টিভি) জাহাঙ্গীর কবীর লিটন (ছাগলনাইয়া ডটকম)।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।