ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
মেহেরপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ভারতীয় দুই বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলার হিন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর: মেহেরপুরে ভারতীয় দুই বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলার হিন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মেহেরপুর শহরের তাঁতিপাড়া এলাকার আব্দুল মজিদ (৪০) ও গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার ইমান আলীর ছেলে আক্তারুজ্জামান আক্তার (২৮)।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ বাংলানিউজকে জানান, সকালে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মাজিদ ও আক্তারুজ্জামানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।