ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালিবাগে একজনকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
মালিবাগে একজনকে কুপিয়ে হত্যা

রাজধানীর মালিবাগে সাত্তার মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা দেড়টায় তাকে নিজের বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা: রাজধানীর মালিবাগে সাত্তার মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা দেড়টায় তাকে মুমূর্ষু অবস্থায় নিজের বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাত্তার মন্ডলের ছেলে শাওনের বন্ধু ফুহাদ জানান, মালিবাগ পাবনা গলির ২২২/১০ নম্বর বাসায় ভাড়া থাকেন সাত্তার মন্ডলের পরিবার। শাওন ফোন করে তাদের বাসায় যেতে বললে গিয়ে দেখেন তার বাবার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

সাত্তার মন্ডলের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামে। তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কয়েকদিন আগে বাড়িতে যান। সাত্ত‍ার মন্ডল একাই বাসায় ছিলেন।

শাওনের বরাত দিয়ে ফুহাদ বাংলানিউজকে বলেন, বাড়ির মালিক দুপুরে শাওনকে বিষয়টি ফোন করে জানান। পরে শাওন আমাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে। আমি তাদের বাসায় গিয়ে দেখি তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।  

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই (এবি)  বাবুল মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।