ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ব‌রিশালে সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠের পুল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় জাফর নামে (৩২) মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অপর আরোহী বনি আমিন (৩০)।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠের পুল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় জাফর নামে (৩২) মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অপর আরোহী বনি আমিন (৩০)।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াটাই ব‌রিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনি আমিনের বাড়ি মির্জ‍াপুরের ভিটাখা‌লি এলাকায়। তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

ডা. দাস রণবীর বাংলানিউজকে জানান, দুপ‍ুরে মোটরসাইকেলে করে বাকেরগঞ্জ থেকে ব‌রিশাল যাচ্ছিলেন জাফর ও বনি আমিন। পথে কাঠের পুল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফর।  

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৬
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।