ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবেলা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবেলা বিষয়ক সেমিনার সেমিনারে বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন/ছবি- বাংলানিউজ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবেলায় সর্বোত্তম উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে ভূমিকম্প মোকাবেলায় সর্বোত্তম উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এমএএএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।