ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ফেনীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ফেনীর লালপুল এলাকায় ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (২৪) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

ফেনী: ফেনীর লালপুল এলাকায় ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (২৪) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

ফারুকের বাড়ি সদর উপজেলার সুন্দরপুর এলাকায়।

এ বিষয়ে নিকটস্থ মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট তানিম হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে লালপুল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশন থেকে সিএনজির গ্যাস নিয়ে বের হচ্ছিলেন ফারুক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।