ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদায় বাসচাপায় রিকশাচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
মুগদায় বাসচাপায় রিকশাচালক নিহত

রাজধানীর মুগদায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক রিকশাচালক নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর মুগদায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মুগদার মানিকনগর বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সন্ধ্যায় মানিকনগরের বিশ্বরোডে দুই যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে চলার সময় ওই রিকশাচালক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বাস চালককে আটক করে।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এজেডএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।