ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা এবং সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন সত্যপীর ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ৩০ জন গুরুতর আহত হন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, দুপুরে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।