ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে মানব পাচারকারীকে কারাগারে প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
শাহজাদপুরে মানব পাচারকারীকে কারাগারে প্রেরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুল হামিদ (৫৫) নামে এক মানব পাচারকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুল হামিদ (৫৫) নামে এক মানব পাচারকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হামিদ উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে।

এর আগে দুপুরে উপজেলার পোরজনা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পোরজনা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও তার বিরুদ্ধে  চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগে জাল দলিল, চাঁদাবাজি, একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।