ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া‍: ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল এবং সন্ধ্যার সময় মরদেহ দুইটি উদ্ধার কর ‍হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ পরিদশক (এসআই) মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, নন্দনপুর গ্রাম থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় স্বপ্না আক্তার (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বপ্নার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আখাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, দেবগ্রাম রেলসেতুর কাছ থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।