ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
যশোরে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্রী নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় পপি পারভীন (২৪) ও রমিছা খাতুন (২৫) নামে দুই কলেজছাত্রী নিহত হয়েছেন।

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় পপি পারভীন (২৪) ও রমিছা খাতুন (২৫) নামে দুই কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা যশোর সরকারি এমএম কলেজ ও মণিরামপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, যশোর সরকারি এমএম কলেজ থেকে মাস্টার্স পরিক্ষার ফরম পূরণ শেষে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। তারা বকচর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মণিরামপুরের দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে পপি ও নূর মোহম্মাদের মেয়ে রমিছা খাতুন ও মোটরসাইকেল চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পপিকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রমিছা মারা যান। আহত নাসিরউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।