ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট জিয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ আলী ওই ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক বিপ্লবকে (২০)  আটক করেছে স্থানীয়রা।

মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুস সালাম লিটন বাংলানিউজকে জানান, হানিফ আলী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল আরোহী বিপ্লব তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ আলী মারা যান। এসময় স্থানীয়রা মোটরসাইকেলসহ বিপ্লবকে আটক করে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।