ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকার ধামরাইয়ে বাড়ারিয়া চন্দ্রপাড়া এলাকায় দেশি অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে বাড়ারিয়া চন্দ্রপাড়া এলাকায় দেশি অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 
সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে বাড়ারিয়া চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন-ফরিদপুর জেলার মধুখালী থানার ডোমাইন গ্রামের হাফিজ মির ছেলে আতিক মির (৪০), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর গ্রামের সাইদুল শেখের ছেলে শাজাহান শেখ (৩৭) এবং অপরজনের নাম জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, রাতে আনোয়ার নামে এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথে তিন ব্যক্তি তার কাছে এসে কী আছে দিতে বললে আনোয়ার ডাকাত বলে দৌড় দেন। ওই তিন ব্যক্তিও তাকে ধাওয়া করে। এসময় স্থানীয় জনতা এসে তাদের আটক করে গণপিটুনি দেয়।

ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।