ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তির সমস্যার কথা তার কাছেই শুনতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
প্রতিবন্ধী ব্যক্তির সমস্যার কথা তার কাছেই শুনতে হবে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। ছবি: কাশেম হারুন

ঢাকা: প্রতিবন্ধী ব্যক্তির কী সমস্যা তা তার কাছ থেকেই শুনতে হবে এবং তাদের অসুবিধা, মানবাধিকার ও স্বপ্নপূরণের কথা শুনলেই আমাদের দেশ উন্নতি দিকে ধাবিত হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এসব কথা বলেন।

রোববার (০১ জানুয়ারি) আগারগাঁও বিসিসি ভবনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুতুল বলেন, আমরা প্রতিবন্ধী ব্যক্তিকে যে দৃষ্টিভঙ্গিতে দেখি তা বদলাতে হবে।

টেকনোলজির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সব বাধা দূর করা সম্ভব।

প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুল।                                          ছবি: কাশেম হারুণঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আজকে বছরের প্রথম দিনটা প্রতিবন্ধী ভাই-বোনদের সঙ্গে নিয়ে অন্যভাবে শুরু হলো।

আইসিটি সেক্টরের সব প্রতিষ্ঠানের কাঠামো হবে প্রতিবন্ধী বান্ধব হবে বলেও ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন বছরে সাড়ে তিন হাজার প্রতিবন্ধী ভাই-বোনের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি নিশ্চিত করা হবে এবং আইটি সেক্টর ২৪ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ২৮টি সেন্টারে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দেড় কোটি প্রতিবন্ধী মানুষকে সঙ্গে নিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং তাদের সুরক্ষার আমাদের সবার দায়িত্ব।

প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুল।  ছবি: কাশেম হারুণসিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বলেন, বছরের প্রথম দিনটি একটি উজ্জ্বল দিন হয়ে থাকবে। যার আলো সারা বছর দিয়ে আলোকিত করবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি কাজে নিয়োগে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গে মিলে আমরা এগিয়ে যাচ্ছি।   তৃতীয় বারের মতো এ মেলা আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী মো. শাহজাহান তার বক্তব্যে বলেন, আমরা কোটায় চাকরি চাই না, যোগ্যতা অনুযায়ী চাকরি চাই। কারণ চাকরি আমার অধিকার। পাবলিক সার্ভিস কমিশনে প্রতিবন্ধীদের ১ শতাংশ চাকরি দেওয়ার সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

আমেনা ফাহমিনা খাতুন বলেন, আমি এর আগের মেলায় এসে চাকরি পেয়েছি। এখন এ চাকরিটা আমি করছি যা আমার জীবন বদলে দিয়েছে। জব ফেয়ারে না এলে হয়তো চাকরি হতো না।

মতিউর ইসলাম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও এখন খাদ্য বিভাগে চাকরি করছি। চাকরি জীবনে আমাদের ওপর নেতিবাচক মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সুন্দরভাবেই কাজ করি।

সিএসআইডির কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের কোনো একদিকে কমতি থাকলেও অন্যদিকে ক্ষমতা বেড়ে যায় যা তাদের সাধারণ কর্মীদের চেয়ে বেশি দক্ষতা দেখায়।

নিজে প্রতিবন্ধী ব্যক্তি হয়েও নুসরাত জাহান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জ নিতে হবে, তাহলেই সব বাধা দূর হয়ে যাবে।

প্রতিবন্ধী কর্মীরা কাজের দক্ষতা অন্যকারো চেয়ে কম নয়। শুধু জব খোঁজা নয়, নিজেও জব দেওয়ার জন্য নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।