ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে সাজার আদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সেনবাগে সাজার আদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক মামলায় ছয় মাসের সাজার আদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন কেনুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক মামলায় ছয় মাসের সাজার আদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন কেনুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জিরগাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাজ্জাদ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জিরগাজি এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।