ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০২ জানুয়ারি) ভোরে শুকুরেরহাটের ভেলুয়া ব্রিজে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাহাত হোসেন নামে ওই ডাকাতকে একদিন আগে (রোববার) গ্রেফতার করা হয়।

অস্ত্র উদ্ধারের জন্য তাকে সোমবার ভোরে ভেলুয়া ব্রিজে নিয়ে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রাহাত গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সহযোগী ডাকাতদের গুলিতেই রাহাত ম‍ারা গেছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই স্বপন ও কনস্টেবল মোমিন আহত হন।

নিহত রাহাত মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।